চোটে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যে কারণে গতকাল চীন সফরে নিজেদের দুইটি ম্যাচ স্থগিত ঘোষণা করে আল নাসর।বিষয়টি অবশ্য মেনে নিতে পারেননি চীনা ফুটবল সমর্থকরা। সৌদি ক্লাবটির টিম হোটেলের সামনে ক্ষোভ প্রকাশ করেন তারা।
শেনচেনে আজ প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিল। চারদিন পর দ্বিতীয় ম্যাচের সূচি নির্ধারণ করা হয়। গতকালই জানা যায় রোনালদোর চোটের খবর। যদিও বিস্তারিত জানা যায়নি ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন এই পর্তুগিজ তারকা।
চোটের কারণে চীনে না যেতে পেরে দুঃখ প্রকাশ করেন রোনালদো। তিনি বলেন,‘আমার জন্য আজকের দিনটি কষ্টের। চীনা সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করতে চাই আমি, বিশেষ করে শেনচেনের মানুষদের কাছে। আপনারা জানেন, ফুটবলে অনেক সময় অনেক কিছু নিয়ন্ত্রণে থাকে না। ২২ বছর ধরে পেশাদার ফুটবল খেলছি, কিন্তু খুব বেশি চোটে পড়িনি। আমার কষ্ট হচ্ছে যে, আল নাস্র ও আমি নিজে চীনে এসেছিলাম সফর উপভোগ করতে। ’
এদিকে আগামী ১ ফেব্রুয়ারি ইন্টার মায়ামি ও আল নাসর মুখোমুখি হওয়ার কথা সৌদি আরবের রিয়াদে। মেসি-রোনালদো দ্বৈরথ দেখতে এই ম্যাচের অপেক্ষায় আছেন অনেকেই। তবে রোনালদোর চোটের কারণে শঙ্কা জাগছে দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়া নিয়ে।