News Headline :
সন্তানদের শুধু শিক্ষিত করলেই হবে না, নৈতিকতাও শেখাতে হবে: ডিএমপি কমিশনার

সন্তানদের শুধু শিক্ষিত করলেই হবে না, নৈতিকতাও শেখাতে হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিবারের মেধাবী সন্তানদের উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি-২০২৪ প্রদান করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (১৭ জানুয়ারি) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ৫১৭ জন মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ করেন ডিএমপি কমিশনার। 

কমিশনার বলেন, সন্তানরা শুধু শিক্ষিত হলেই হবে না, তাদের নীতি-নৈতিকতাও শেখানো জরুরি।

নৈতিকতাবিহীন মানুষ দিয়ে কোনো দেশ উন্নত করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দিতে হবে এবং আমরা সকলেই নীতি-নৈতিকতা মেনে চলতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষার প্রতি নজর দিতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতায় জোর দিতে হবে।তুমি যদি ভালো মানুষ হও, তাহলে পিতা-মাতা গর্বিত হবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ।

তিনি বলেন, ডিএমপির শিক্ষাবৃত্তি প্রদান মহৎ উদ্যোগ। একটি সমাজ বা রাষ্ট্র যদি উন্নতি লাভ করতে চায়, তাহলে উন্নতমানের মানুষ তৈরি করা প্রয়োজন।

উন্নত ও আদর্শ মানুষ ছাড়া কোনোভাবেই উন্নত সমাজব্যবস্থা গড়া সম্ভব নয়। এই শিক্ষাবৃত্তি বৃত্তিপ্রাপ্তদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। যদি তারা ভবিষ্যতে দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে ওঠে, সেটিই হবে আমাদের সফলতা।

বৃত্তিপ্রাপ্তদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী বলেন, এই সুন্দর অনুষ্ঠানের অংশীদার হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সকল শিক্ষার্থী বন্ধুদের পক্ষ থেকে ডিএমপিকে ধন্যবাদ।

অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাগত বক্তব্য রাখেন। 

ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের সুশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে ২০১৭ সালে এই শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু হয়।

এ সময় ডিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS