ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন নিরসনে এবার সরাসরি মধ্যস্থতা করতে ঢাকায় আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর একটি প্রতিনিধি দল। তবে আইসিসি আলোচনা করতে আসলেও ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছে সরকার।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে আইসিসি প্রতিনিধি দলের আসার বিষয়টি জানিয়েছেন।উপদেষ্টা বলেন, ‘আইসিসির একটি টিম বোধহয় বাংলাদেশে কথা বলার জন্য আসছে। তবে আমরা আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নেই।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই ভারতের মাটিতে না খেলার বিষয়ে আইসিসিকে ইমেইল এবং ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে অবহিত করেছে। বাংলাদেশ চায় তাদের ম্যাচগুলো বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক।ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতেই খেলতে চাই। আমাদের বিশ্বাস, এটা আয়োজন করা অসম্ভব কিছু নয়।’
বিশ্বকাপ ইস্যুতে আলোচনার পাশাপাশি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি নাজমুলের মন্তব্যকে ‘দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বহীন’ বলে অভিহিত করেছেন।
আসিফ নজরুল বলেন, ‘যেখানে একজন মোস্তাফিজকে অপমানের বিরুদ্ধে পুরো দেশ রুখে দাঁড়ায়, সেখানে বিসিবির ভেতর থেকেই পুরো ক্রিকেট ব্যবস্থাকে ছোট করা অত্যন্ত দুঃখজনক। এটি সমগ্র ক্রিকেটারদের অপমানের শামিল।’
বিপিএল স্থগিত হওয়া এবং ক্রিকেটারদের বয়কট কর্মসূচির কারণে বিশ্বকাপের প্রস্তুতি বিঘ্নিত হওয়ার যে শঙ্কা তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, বিসিবি দ্রুত অভ্যন্তরীণ সমস্যার সমাধান করবে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ মিশনে সফলভাবে অংশ নিতে পারবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ক্রিকেটারদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।