রাজধানীর উত্তরার একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার পরে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ।
তিনি জানান, অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের তিনজন এবং উত্তরা স্পেশালাইজড হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন-একই পরিবারের ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭)। অন্য দুই নিহত হলেন রোদেলা আক্তার (১৪) এবং আড়াই বছর বয়সী শিশু রিসান।
এর আগে শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি বাসায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।