কোন শর্তে ‘ডন ৩’-তে ফিরবেন শাহরুখ

কোন শর্তে ‘ডন ৩’-তে ফিরবেন শাহরুখ

বলিউডের জনপ্রিয় অ্যাকশন-ক্রাইম ফ্র্যাঞ্চাইজি ‘ডন’-এর তৃতীয় কিস্তি ‘ডন ৩’ নিয়ে বড়সড় আপডেট সামনে এলো। সিনেমাটির মুখ্য চরিত্রে থাকার কথা ছিল রণবীর সিংয়ের। তবে নানা কারণে তিনি শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন। এমন পরিস্থিতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে, ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখ খান আবারও কি ফিরতে যাচ্ছেন!

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান ‘ডন ৩’ তে ফিরতে রাজি হতে পারেন।

তবে একটি বিশেষ শর্তে। বলা হচ্ছে, তিনি চান এই সিনেমার পরিচালনার দায়িত্ব নেবেন ‘জাওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি। তার বিশ্বাস, অ্যাটলির পরিচালনায় সিনেমাটির ভিজ্যুয়াল স্কেল এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও আকর্ষণ অনেকটাই বেড়ে যাবে। সেই কারণেই এই শর্তে তিনি সিনেমাটিতে ফেরার বিষয়ে ইতিবাচক হতে পারেন বলে সূত্রের খবর।

‘ডন’ ও ‘ডন ২’তে শাহরুখের অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। পরবর্তীতে ‘ডন ৩’তে রণবীরকে নিয়ে নতুন পরিকল্পনা করা হলেও, শিডিউলের জটিলতা, সৃজনশীল মতপার্থক্য ও অন্যান্য সমস্যার কারণে সেই কাস্টিং চূড়ান্ত রূপ পায়নি। রণবীরের সরে যাওয়া এবং শাহরুখের সম্ভাব্য প্রত্যাবর্তন এই ফ্র্যাঞ্চাইজিকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে।

তবে এখনও পর্যন্ত প্রযোজক বা নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

ফলে বিষয়টি পুরোপুরি নিশ্চিত না হলেও যদি এই জল্পনা সত্যি হয়, তাহলে ‘ডন’ সিরিজের পুরনো জাদু নতুন রূপে আবারও বড় পর্দায় ফিরে আসতে পারে বলে মনে করছেন সিনেপ্রেমীরা।

এদিকে, শাহরুখের আগামী সিনেমা ‘কিং’ ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা। তার জন্মদিনেই সিনেমার নাম ঘোষণা করেছিল রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’র পরিচালকও ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS