‘আজ কি রাত’-এর ১০০ কোটি ভিউ, যা বললেন তামান্না

‘আজ কি রাত’-এর ১০০ কোটি ভিউ, যা বললেন তামান্না

দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া অভিনীত বলিউডে আলোচিত আইটেম ‘আজ কি রাত’। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’-এর গানে তামান্নার নাচ আলাদা মাত্রা এনে দিয়েছে।

সম্প্রতি ইউটিউবে এক বিলিয়ন বা ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘আজ কি রাত’। এই সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তামান্না ভাটিয়া।

নিজের ইনস্টাগ্রামে তিনি শেয়ার করেছেন শুটিংয়ের কিছু অদেখা মুহূর্ত। একটি ভিডিওতে দেখা যায়, কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী ও তার টিমের সঙ্গে মনিটরে নিজের নাচের শট দেখছেন তামান্না। সেখানে বিজয় গাঙ্গুলী শটটির প্রশংসা করলে মজা করে ‘না!’ বলে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। আরেকটি ক্লিপে তামান্নার সঙ্গে নাচতে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাকে।

ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে তামান্না লেখেন, “প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ- এই সব ভালোবাসার জন্য ধন্যবাদ।”

‘আজ কি রাত’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার। কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং সুর করেছেন জনপ্রিয় সংগীতজুটি শচীন-জিগর।

অমর কৌশিক নির্মিত ‘স্ত্রী ২’ সিনেমায় আরো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা।

২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯০০ কোটি রুপি আয় করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS