বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রিকেটে যে নজিরবিহীন অচলাবস্থা তৈরি হয়েছিল, তা নিরসনে ইতিবাচক সংকেত পাওয়া গেছে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে নিজেদের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে আসার ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’। তবে শর্ত হিসেবে তারা নাজমুল ইসলামের ‘প্রকাশ্যে ক্ষমা’ এবং তার অপসারণের আইনি প্রক্রিয়া অব্যাহত রাখার দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানিয়েছে, নারী দলের বিশ্বকাপ বাছাইপর্ব, ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরগুলোর কথা মাথায় রেখে তারা তাদের বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে।
সব ধরনের খেলা বন্ধ থাকলে এই দলগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় ক্রিকেটাররা বিপিএলে ফিরতে রাজি হয়েছেন।
নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কোয়াব। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ায় এবং পরিচালক পদ নিয়ে আইনি প্রক্রিয়ার জন্য বিসিবি যে সময় চেয়েছে, তাতেও সায় দিয়েছেন ক্রিকেটাররা। তবে তাদের সাফ কথা, যেহেতু নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্রিকেটারদের অপমান করেছেন, তাকে সামাজিক মাধ্যম বা গণমাধ্যমে প্রকাশ্যেই ক্ষমা চাইতে হবে।এই শর্ত পূরণ হলে আগামীকাল শুক্রবার থেকেই তারা মাঠে নামতে প্রস্তুত।
আজ বৃহস্পতিবার ঢাকা পর্বের প্রথম দিনে কোনো ম্যাচই মাঠে না গড়ানোয় বিসিবি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যায় সিলেট টাইটানস বনাম রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দুটি পরিত্যক্ত হয়। ক্রিকেটারদের নতুন এই ইতিবাচক বার্তার পর এখন বিসিবি তাদের স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসে কি না, সেটাই দেখার বিষয়।
রাতেই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনায় বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বিসিবি। যদি দুই পক্ষের সমঝোতা হয়, তবে শুক্রবার থেকে মিরপুরে আবারও বিপিএলের উন্মাদনা ফেরার সম্ভাবনা রয়েছে।