আগামীতে বিএনপি সরকার গঠন করলে কীভাবে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করা যায়—সে বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসা রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর।
সোমবার (১৯ জানুয়ারি) কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
হুমায়ুন কবীর বলেন, রাষ্ট্রদূতরা নির্বাচনের বিষয়ে উৎসাহী এবং বাংলাদেশ যে গণতন্ত্রের দিকে যাচ্ছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা। নির্বাচনী পরিবেশ নিয়েও তারা সন্তুষ্ট।
এর আগে সোমবার সকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বিকেলে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পরে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান।