রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা আবাসিক ভবনে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ছয়জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে।
নিহতরা হলেন-ফজলে রাব্বি রিজভী (৩৮), আফরোজা আক্তার, মো. রিশান (আড়াই বছর), রোদেলা আক্তার (১৪), মো. হারিছ (৫২) ও মো. রাহাব (১৭)।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। থানা কাছেই হওয়ায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার কার্যক্রম শেষ হতে সকাল আনুমানিক ১০টা ২০ মিনিট পর্যন্ত সময় লাগে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। এর মধ্যে তিনজনের লাশ উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে, একজনের লাশ উত্তরার অন্য একটি হাসপাতালে এবং সর্বশেষ একজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আহতের সংখ্যা নির্ধারণে পুলিশের একাধিক টিম কাজ করছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে ওসি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ভবনটির দ্বিতীয় তলায় থাকা একটি রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
বৈদ্যুতিক গোলযোগ বা গ্যাস লিকেজ থেকে আগুন লাগতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়।