অভিনেতা হিসেবে দক্ষিণ ভারতের অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় জীবনের শেষ সিনেমা ‘জননায়গন’। কিন্তু সেটি মুক্তি নিয়েই যে ধরনের টানাপোড়েন চলছে সেটাও একটা সিনেমার চিত্রনাট্য থেকে কম কিছু না।
একের পর এক মুক্তির দিন নির্ধারিত হলেও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি সিনেমাটি। আর এর এক এবং একমাত্র কারণ সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়া।
‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’র সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিনেমার নির্মাতারা। কিন্তু এই বিষয়ে কোনওরকম হস্তক্ষেপ করেননি না শীর্ষ আদালতও। মামলা ফেরত পাঠানো হয় মাদ্রাজ হাইকোর্টে।
‘জননায়গন’ সিনেমা সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ার মামলায় কোনও হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট।সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে যে স্থগিতাদেশ জারি হয়েছিল তা নিয়ে সিনেমার নির্মাতারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্মাদের আবেদন খারিজ করে।
শুধু তাই নয়, দ্রুত শুনানির জন্য নির্মাতাদের অধৈর্য হওয়ার মতো বিষয়কেও তিরস্কার করা হয়েছে। নির্মাতাদের কীসের এত তাড়া সেই প্রশ্ন উঠে এসেছে।
এদিন বিজয়ের সিনেমা সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্ট ফের মাদ্রাজ হাইকোর্টেই ফেরত পাঠিয়ে দেয়। একইসঙ্গে আগামী ২০ জানুয়ারি সিনেমার নির্মাতাদের মাদ্রাজ হাইকোর্টে এই মামলার নিস্পত্তির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
বলে রাখা ভালো, গত ৯ জানুয়ারি থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জননায়গন’-এর মুক্তির করার কথা ছিল। তবে হঠাৎ জানা যায়, নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না বিজয়ের বহু প্রতীক্ষিত সিনেমাটি। সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় তাই মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্মাতারা।
গত শুক্রবার সেই ছাড়পত্র পাওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি। ফলে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে থালাপতির ‘জননায়গন’র মুক্তি।