তাহসানের উপস্থাপনায় ‘ফ্যামিলি ফিউড’ সিজন-২, শুরু কবে?

তাহসানের উপস্থাপনায় ‘ফ্যামিলি ফিউড’ সিজন-২, শুরু কবে?

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। ‘বঙ্গ’ প্রযোজিত এই শো-এর সিজন ২ শুরু হতে যাচ্ছে ১৯ জানুয়ারি থেকে।

প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় সিজন-২ হতে চলেছে আরও বেশি রোমাঞ্চকর এবং এক্সসাইটিং। গত সিজনে সব প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউ এবং ৩০ লাখ টাকারও বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়া এই শো ফিরে আসছে আরও বিশাল পরিসরে।

তাহসান খানের জাদুকরী সঞ্চালনায় এবং ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় এবারের সিজনে থাকছে আগের চেয়েও আকর্ষণীয় পুরস্কার এবং টানটান উত্তেজনা, যা পারিবারিক বিনোদনে যোগ করবে ভিন্ন মাত্রা।

শো-টি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বলেন, আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। অনেক বড় পরিসরের এই আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো- এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে পুরো বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। তাই প্রশ্নের উত্তরগুলোও যেমন হয়েছে মজার, তেমনই চমকপ্রদ।প্রতিযোগীদের বেশ ভেবেচিন্তে উত্তর দিতে হয়েছে এবং পরিশেষে এই বিষয়টিই প্রতিটি এপিসোডকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

আগামী ১৯শে জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি সোমবার রাত ৯ টা ৩০ মিনিটে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ সম্প্রচারিত হবে এনটিভিতে। যারা মিস করবেন, তারা শোটির পুনঃপ্রচার দেখতে পারবেন প্রতি বুধবার দুপুর ১ টায়। 

পাশাপাশি, দর্শকরা তাদের সুবিধামতো যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে শোটি উপভোগ করতে পারবেন বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রিতে।

এছাড়াও শো-এর বিভিন্ন আপডেট এবং পর্বের বিশেষ মুহূর্তগুলো দেখতে ফলো করা যাবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর অফিশিয়াল ফেসবুক পেজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS