মুশফিক-আকবর নৈপুণ্যে চট্টগ্রামকে হারাল রাজশাহী

মুশফিক-আকবর নৈপুণ্যে চট্টগ্রামকে হারাল রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের ২৮তম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই শেষে জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হাই ভোল্টেজ এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল নাটকীয়তা ও উত্তেজনার ছোঁয়া।

টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতেই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে দেন রাজশাহীর বোলাররা।নতুন বলে দারুণ ছন্দে ছিলেন তানজিম হাসান সাকিব। তার গতিময় ও নিয়ন্ত্রিত বোলিংয়ে চট্টগ্রামের ব্যাটিং লাইনআপ বারবার ভেঙে পড়ে। এক প্রান্তে উইকেট পড়তেই থাকে, অন্য প্রান্তে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন আসিফ আলী। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি।তানজিমের বলেই থামতে হয় তাকে। চারটি ছক্কায় ২৪ বলে ৩৯ রান করেন এই ব্যাটার।

নিয়মিত উইকেট হারানোর চাপ সামলাতে না পেরে ১৯.৫ ওভারে মাত্র ১২৫ রানেই অলআউট হয়ে যায় চট্টগ্রাম। তানজিম সাকিব ছিলেন ম্যাচের প্রধান নায়ক।

৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ৪টি উইকেট, যার একটি ওভার ছিল মেডেন। তাকে ভালোভাবে সহায়তা করেন রায়ান বার্ল ও জাহান্দাদ খান, দুজনই শিকার করেন দুটি করে উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা ভালো হয়নি রাজশাহীর। ওপেনার শাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক শান্ত দ্রুতই সাজঘরে ফেরেন। জিমি নিশামও ব্যর্থ হয়ে এক অঙ্কের রানেই বিদায় নেন।৩১ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় রাজশাহী।

ঠিক তখনই দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টেনে তোলেন আকবর আলী ও মুশফিকুর রহিম। দুই উইকেটরক্ষক ব্যাটারের দৃঢ় জুটিতে ম্যাচের মোড় ঘুরে যায়। চাপের মধ্যে ঠান্ডা মাথায় খেলে তারা গড়েন ৮৪ রানের মূল্যবান জুটি। আকবর ৪০ বলে ৪৮ রান করে আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুশফিক। তিনি ৪২ বলে ৪৬ রান করেন।

শেষদিকে কিছুটা উত্তেজনা থাকলেও ৩ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। নাটকীয় এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল তারা, চট্টগ্রাম রয়্যালসকে মানতে হলো হতাশাজনক পরাজয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS