News Headline :
সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৩

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, আহত ৩

সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মোতালেব ডিএডি পদমর্যাদায় র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সিরাজুল ইসলাম র‍্যাব কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ত্রাসীদের গুলিতে র‌্যাবের ডিএডি মোতালেব নিহত হয়েছেন। এ সময় আরও তিন জন আহত হন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানিয়েছেন, সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় র‍্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলকায় অভিযান পরিচালনাকালে স্থানীয় সন্ত্রাসীদের হামলা হয়।এ সময় চারজন র‍্যাব সদস্য গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক একজন র‍্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন এবং অন্য তিনজন র‍্যাব সদস্য চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সূত্র জানায়, সোমবার বিকেলে চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যায়। অভিযানের সময় দুর্বৃত্তরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়।

এ সময় গুলিবিদ্ধ হয়ে এক র‍্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS