আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের ঘরোয়া ফুটবলের সব সূচি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর ফলে আগামী ৩ ফেব্রুয়ারি ফেডারেশন কাপের সপ্তম দিনের খেলা এবং ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো যথাসময়ে মাঠে গড়াচ্ছে না।
সোমবার (১৯ জানুয়ারি) ক্লাবগুলোকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে বাফুফে এই স্থগিতাদেশের কথা জানায়। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাবের অনুরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শের প্রেক্ষিতে ৩ ও ৬ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত ম্যাচগুলো আপাতত পুনরায় শুরু হচ্ছে না।
চিঠিতে আরও জানানো হয়, ফেডারেশন কাপের সপ্তম দিনের খেলা এবং লিগের দশম রাউন্ডের সূচি নতুন করে সাজানো হবে। তবে ঠিক কবে নাগাদ খেলা আবার শুরু হতে পারে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি ফেডারেশন। বলা হয়েছে, পরিস্থিতির ওপর ভিত্তি করে দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী সময়সূচি ক্লাবগুলোকে জানিয়ে দেওয়া হবে।
প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে শিরোপার লড়াই এখন বেশ জমজমাট।১৮ পয়েন্ট নিয়ে টেবিলের যৌথভাবে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য প্রথম পর্ব খুব একটা সুখকর হয়নি; মাত্র ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের ষষ্ঠ স্থানে।
ফুটবল ভক্তদের এখন অপেক্ষা করতে হবে নির্বাচনের ডামাডোল কাটিয়ে আবার কবে ঘরোয়া ফুটবলের ময়দানে বাঁশি বাজে।