সহকারী কোচ মাহবুব আলী জাকি। ঢাকার সহকারী কোচ হয়ে বিপিএল সিলেট আসরে আসেন। খেলোয়াড়দের ভালো করে ঝালাই দিয়েছেন। আজ সেই মাহেন্দ্রক্ষণ, নিজের পরিকল্পনার বাস্তব দেখার।
দলের পরীক্ষা দেওয়ার আগেই ‘মাঠের এই খেলোয়াড়’ মাঠ থেকেই না ফেরার দেশে চলে গেলেন।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের আগে অনাকাঙ্খিত ঘটনায় শোক নেমে এসেছে ঢাকা ক্যাপিটালস শিবিরে। অনুশীলন চলাকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঢাকার সহকারী কোচ পেস বোলিং স্পেশালিস্ট মাহবুব আলী জাকি (৫৯) মারা গেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) ম্যাচ প্রস্তুতির অংশ হিসেবে ক্রিকেটারদের অনুশীলন করাচ্ছিলেন জাকি।এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
সঙ্গে সঙ্গে দলের মেডিকেল স্টাফ ও উপস্থিত সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
ঢাকা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, মাহবুব আলী জাকিকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতেও রাখা হয়েছিল।
যদিও বাঁচানো যায়নি দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কাজ করা এই কোচকে।
শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন তিনি।
বিপিএল ঘিরে গত কয়েক দিন ধরেই দারুণ ব্যস্ত ছিলেন মাহবুব আলী জাকি। মাত্র দুদিন আগেও গণমাধ্যমের সামনে নিজের দলের পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন। আজ ছিল তার দলের প্রথম পরীক্ষা।অথচ সেই কাঙ্ক্ষিত মুহূর্তের ঠিক আগেই বিদায় নিলেন তিনি।
ঢাকা ক্যাপিটালস সূত্র নিশ্চিত করেছে যে, মাঠে অনুশীলন করানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
মাহবুব আলী জাকি কেবল একজন কোচই ছিলেন না, বাংলাদেশের পেস বোলিং শক্তির পেছনেও ছিল তার বড় ভূমিকা। জাতীয় দলের সাবেক এই পেসার খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পেশা হিসেবে নেন। মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদদের মতো তারকা পেসারদের নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা ছিল তার। এমনকি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ঐতিহাসিক দলের কোচিং প্যানেলেও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তার এমন প্রয়াণে শোকাভিভূত পুরো বিপিএল পরিবার।
তার মৃত্যুতে ক্রিকেট পরিবারে শোকের ছায়া নেমেছে এবং ক্রিকেট অঙ্গনের অপূরণীয় ক্ষতি মনে করছেন সংশ্লিষ্টরা।