News Headline :
জনবল নেবে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড শরীর সুস্থ রাখতে আঁশযুক্ত খাবার বাড়াবেন যেভাবে জাঁকালো আয়োজনে পর্দা নামলো বাভাসির কনসার্ট পণ্ড হওয়ায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দুষলেন জেমস শুরুর ধাক্কা সামলে লড়াইয়ের পুঁজি গড়ল নোয়াখালী মাঠেই বিদায় নিলেন ‘মাঠের খেলোয়াড়’ মাহবুব আলী জাকি বসুন্ধরা গ্রুপের হাত ধরে নতুন দিগন্তে দেশের ফিটনেসখ্যাত ‘জুলকান ইনডোর অ্যারেনা’ নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের ‘হামলা’, লক্ষ্য ‘আইএস’ বললেন ট্রাম্প প্রাণঘাতী সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত ২ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা
বসুন্ধরা গ্রুপের হাত ধরে নতুন দিগন্তে দেশের ফিটনেসখ্যাত ‘জুলকান ইনডোর অ্যারেনা’

বসুন্ধরা গ্রুপের হাত ধরে নতুন দিগন্তে দেশের ফিটনেসখ্যাত ‘জুলকান ইনডোর অ্যারেনা’

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এবং ক্রীড়া উন্নয়নের অগ্রদূত বসুন্ধরা গ্রুপ আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা স্পোর্টস সিটিতে (বিএসসি) ‘জুলকান ইনডোর অ্যারেনা’ উদ্বোধন করেছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) জাঁকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, এটি বাংলাদেশে একটি বিশ্বমানের ক্রীড়া ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সুদূরপ্রসারী চিন্তার বড় প্রতিফলন।

‘জুলকান ইনডোর অ্যারেনা’ মূলত বক্সিং, কিকবক্সিং এবং মুয়ে থাইয়ের মতো এলিট কমব্যাট স্পোর্টস বা যুদ্ধকালীন ক্রীড়াশৈলীর জন্য দেশের প্রধান কেন্দ্র হিসেবে ডিজাইন করা হয়েছে।

এই অ্যারেনা কেবল একটি স্থাপনা নয়; এটি আমাদের তরুণ প্রজন্মের জন্য শৃঙ্খলা, আত্মরক্ষা এবং মানসিক সুস্বাস্থ্যের আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম নিশ্চিত করার একটি অঙ্গীকার।

অনুষ্ঠানে জুলকানের প্রশিক্ষকদের আকর্ষণীয় কমব্যাট প্রদর্শনী এবং কোচ অরবিন্দ লালওয়ানির নির্দেশনায় হলিস্টিক হেলথ সেশন পরিচালিত হয়। 

এতে বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশের জনপ্রিয় তারকা এবং ফিটনেস ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ‘জুলকান ইনডোর অ্যারেনা’র বিশেষ ‘ফ্রি কমব্যাট স্পোর্টস প্রশিক্ষণ’ কর্মসূচি চলে।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্সিং ব্যক্তিত্ব ও অ্যারেনার হেড কোচ অরবিন্দ লালওয়ানির প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হয় উদীয়মান ক্রীড়াবিদ এবং কমব্যাট স্পোর্টসে আগ্রহী তরুণদের বিশ্বমানের প্রশিক্ষণের সুযোগ করে দিতে।

অরবিন্দ লালওয়ানি সিঙ্গাপুরের সাবেক জাতীয় বক্সিং কোচ, অলিম্পিক ব্রোঞ্জ মেডেলিস্ট এবং ডব্লিউবিসি (WBC) এশিয়া অ্যাম্বাসেডর। বিশ্বজুড়ে এলিট ফাইটার তৈরির কারিগর হিসেবে তাঁর ব্যাপক সুখ্যাতি রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS