নতুন ট্রফির অপেক্ষায় বিপিএল, ডায়মন্ড খচিত ট্রফি আসছে দুবাই থেকে

নতুন ট্রফির অপেক্ষায় বিপিএল, ডায়মন্ড খচিত ট্রফি আসছে দুবাই থেকে

সিলেটে মাঠে গড়ানোর মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুই ম্যাচের বিরতিতে স্বল্প পরিসরের উদ্বোধনী অনুষ্ঠান হলেও সেখানে অনুপস্থিত ছিল বিপিএলের নতুন ট্রফি।

টুর্নামেন্ট শুরুর আগেই বিপিএলের জন্য একটি ট্রফি দেশে এসেছিল।

তবে সেটিকে মানসম্মত মনে করেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। ফলে সেই ট্রফি বাদ দিয়ে নতুন করে আরও আকর্ষণীয় শিরোপা তৈরির সিদ্ধান্ত নেয় বিসিবি। 

এ বিষয়ে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন জানান, আগের ট্রফিটি ছিল বেশ সাধারণ মানের। পরবর্তীতে নতুন একটি আনা হলেও সেটিও প্রত্যাশা পূরণ করতে পারেনি।এজন্য আবারও পরিবর্তন এনে নতুন ট্রফি তৈরি করা হচ্ছে।

সাখাওয়াত হোসেন বলেন, খুব অল্প সময়ের মধ্যে নতুন ট্রফি হাতে পাওয়ার আশা করছেন তারা। তার মতে, এবার যে ট্রফি আসছে সেটি আগের সব ট্রফির চেয়ে আলাদা ও দর্শনীয় হবে।

নতুন ট্রফিটি তৈরি হচ্ছে দুবাইয়ে, যেখানে ডায়মন্ড খচিত এই শিরোপা বানাতে খরচ হচ্ছে প্রায় ২৫ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩০ লাখ টাকারও বেশি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন নিশ্চিত করেছেন, ট্রফিটি ইতোমধ্যে অর্ডার দেওয়া হয়েছে এবং সামান্য বিলম্ব হলেও খুব দ্রুতই এটি বাংলাদেশে পৌঁছাবে।

এবারের বিপিএলের জন্য দুটি ট্রফি বানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একটি চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে, অন্যটি সংরক্ষিত থাকবে বিসিবির কাছে।

বিসিবির কর্মকর্তাদের মতে, একসঙ্গে দুটি ট্রফি তৈরি করলে খরচ তুলনামূলকভাবে কম পড়ে এবং ভবিষ্যতের জন্য একটি ট্রফি সংরক্ষণ করাও সুবিধাজনক হবে।

সব মিলিয়ে মাঠের লড়াই শুরু হলেও বিপিএলের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ নতুন ট্রফির দেখা পেতে দর্শকদের অপেক্ষা করতে হচ্ছে আরও কিছু সময়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS