১৪ বছর পর মোহামেডান-আবাহনী ফাইনাল

১৪ বছর পর মোহামেডান-আবাহনী ফাইনাল

ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়ে ফাইনালে উঠল আবাহনী লিমিটেড।

মঙ্গলবার (১৬ মে) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা রোমাঞ্চকর হয়ে ওঠে।

ম্যাচের ৩৬তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে লিড নেয় আবাহনী। কোস্টারিকান ড্যানিয়েল কলিন্দ্রেসের গোলে এগিয়ে যায় দলটি।

প্রথমার্ধে কোনো দলই আর জালের দেখা পায়নি। তবে বিরতি থেকে ফিরে ৫ মিনিটের মাথায় ফয়সাল আহমেদ ফাহিমের গোলে ব্যবধান দ্বিগুণ হয় আবাহনীর। বক্সের সামনে থেকে ডিফেন্ডার রাসেলের থেকে বল কেড়ে নেন রাফায়েল অগাস্তো। এরপর সেখান থেকে ফাহিমের দিকে বাড়ালে দৌড়ে দারুণ প্লেসিংয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

ম্যাচের ৬৭তম মিনিটে ফাহিমের দ্বিতীয় গোলে ফাইনাল নিশ্চিত হয় আকাশী-নীলদের। কাউন্টার অ্যাটাকে ডরিয়েল্টন ও রাফায়েল অগাস্তোর বল দেওয়া-নেওয়ায় ফাহিমের ক্রস রাসেল গোলরক্ষক আশরাফুল লুফে নিতে পারেননি।

শেষ দিকে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী।

উল্লেখ্য, আগামী ৩০ মে ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের মুখোমুখি হবে আবাহনী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS