স্বল্প মেয়াদে পিসিবি সভাপতি শাহ খাওয়ার

স্বল্প মেয়াদে পিসিবি সভাপতি শাহ খাওয়ার


স্বল্প মেয়াদে পিসিবি সভাপতি শাহ খাওয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কমআপডেট: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪

https://apis.google.com/u/0/se/0/_/+1/sharebutton?plusShare=true&usegapi=1&action=share&origin=https%3A%2F%2Fwww.banglanews24.com&url=https%3A%2F%2Fwww.banglanews24.com%2F&gsrc=3p&ic=1&jsh=m%3B%2F_%2Fscs%2Fabc-static%2F_%2Fjs%2Fk%3Dgapi.lb.en.y0xCMa4KeeI.O%2Fd%3D1%2Frs%3DAHpOoo8-3MGCaatZB3kdS5TpZdd-gOSBHg%2Fm%3D__features__#_methods=onPlusOne%2C_ready%2C_close%2C_open%2C_resizeMe%2C_renderstart%2Concircled%2Cdrefresh%2Cerefresh%2Conload&id=I0_1706100073729&_gfid=I0_1706100073729&parent=https%3A%2F%2Fwww.banglanews24.com&pfname=&rpctoken=13973390

স্বল্প মেয়াদে পিসিবি সভাপতি শাহ খাওয়ার

গত সপ্তাহে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন জাকা আশরাফ। তার স্থলাভিষিক্ত হয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ খাওয়ার।আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পিসিবি।  

বিবৃতিতে পাকিস্তানের ক্রিকেট বোর্ড জানায়, ‘আন্তরাজ্য সমন্বয় মন্ত্রণালয় এবং পিসিবি সংবিধানের বিধি ৭ (২) অনুসারে ২৩ জানুয়ারিতে জানানো যাচ্ছে যে, নির্বাচক কমিশনারের ওপর পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব অর্পন করা হয়েছে। ’

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার আনওয়ারুল হক কাকার জাকা আশরাফের দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করেন এবং তার স্থলে শাহ খাওয়ারকে নিয়োগ দেন। এই নিয়োগ অবশ্য স্বল্প সময়ের জন্য। মূলত তাকে নিয়োগ দেওয়া হয়েছে ভবিষ্যৎ চেয়ারম্যান নির্বাচনের জন্য যাবতীয় কার্যাবলী পরিচালনা করার জন্য।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS