আবারও টি-টোয়েন্টিতে আইসিসির বর্ষসেরা সূর্যকুমার

আবারও টি-টোয়েন্টিতে আইসিসির বর্ষসেরা সূর্যকুমার

টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জিতলেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব।

দুর্দান্ত ব্যাটিংয়ে গত বছর ক্রিকেটের সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেট মাতিয়ে রেখেছিলেন সূর্যকুমার।ব্যাটিং গড় ছিল ৫০-এর কাছাকাছি এবং স্ট্রাইক রেট ১৫০-এর বেশি! পুরো বছর তিনি ছিলেন ভারতের মিডল অর্ডারের ‘মেরুদণ্ড’। বেশ কয়েকটি ম্যাচ জেতানো ইনিংস এসেছে তার ব্যাট থেকে।

গত বছরও আইসিসির বিচারে টি-টোয়েন্টির বর্ষসেরা খেলোয়াড়ের তকমা জিতে নিয়েছিলেন সূর্যকুমার। এবার তিনি পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, উগান্ডার আলপেশ রামজানি এবং নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানকে।

২০২৩ সালে টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১৭ ইনিংস খেলে ৪৮.৮৬ গড়ে ও ১৫৫.৯৫ স্ট্রাইক রেটে ৭৩৩ রান করেন সূর্যকুমার। যদিও বছরে নিজের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৭ রান করেন তিনি। কিন্তু এরপর ব্যাট হাতে ঝড় বইয়ে দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে পরের দুই ম্যাচে যথাক্রমে ৫১ (৩৬) এবং ১১২* (৫১) রান করেন সূর্যকুমার। তার পরের ইনিংসগুলো ধারবাহিকভাবে ২০ থেকে ৪০ রানের মধ্যেই ছিল। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে ৮৩ রান করে নিজের ‘ক্লাস’ চেনান তিনি। ফ্লোরিডায় সিরিজের শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪৫ বলে ৬১ রানের ঝলমলে এক ইনিংস।

বছরের শেষদিকে তুলনামূলক তরুণ ভারতীয় দলের নেতৃত্বও দেন সূর্যকুমার। তবে নেতৃত্বের চাপেও ভেঙে পড়েননি তিনি। অস্ট্রেলিয়া (৪২ বলে ৮০ রান) এবং দক্ষিণ আফ্রিকার (৩৬ বলে ৫৬ রান) বিপক্ষে হাফ সেঞ্চুরি হাঁকানোর পর জোহানেসবার্গে প্রোটিয়াদের বিপক্ষে ৫৬ বলে মাত্র ১০০ রানের ঝোড়ো এক ইনিংস উপহার দেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS