নোয়াখালীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম

নোয়াখালীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম

বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামছে নোয়াখালী। ম্যাচে টস জিতে ব্যাট করছে চট্টগ্রাম।

এই ম্যাচের আগে দুই দলই মাঠের বাইরের নানা ঘটনায় আলোচনায় উঠে এসেছে। ম্যাচের আগের দিন সকালে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়ে চট্টগ্রাম রয়্যালস।

দল পরিচালনায় অক্ষমতার কথা জানিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকরা সরে দাঁড়ালে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলটির দায়িত্ব গ্রহণ করে।

একই সময়ে নোয়াখালী শিবিরেও দেখা দেয় অস্থিরতা। অনুশীলন শুরুর আগে কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের অসন্তোষ প্রকাশ করে দল ছাড়ার সিদ্ধান্ত জানান এবং এবারের বিপিএলে আর কোচিং করাবেন না বলেও ইঙ্গিত দেন। তবে কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়, ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দুজনই আবার দলের সঙ্গে যোগ দেন।

সব মিলিয়ে মাঠে নামার আগেই নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হলো উদ্বোধনী দিনের এই ম্যাচের দুই অংশগ্রহণকারী দলকে।

চট্টগ্রাম রয়্যালস একাদশ: মোহাম্মদ নাইম, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম, তানভীর ইসলাম, মেহেদী হাসান (অধিনায়ক), আবু হায়দার, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, মুকিদুল ইসলাম, মির্জা বেগ ও মাসুদ গুরবাজ।

নোয়াখালী এক্সপ্রেস: মাজ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলী, সৈকত আলী (অধিনায়ক), জাকের আলী, মাহিদুল ইসলাম অংকন, জাহির খান, ইহসানউল্লাহ, হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS