রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দোয়েল ডেভেলপমেন্ট প্রপার্টিজ লিমিটেডের একটি নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে এল ব্লকের ৩২৪৭-৩২৪৮ নম্বর হোল্ডিংয়ে ‘রয়্যাল ভিস্তা’ নামে একটি ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন বিপিএলের সফল দল রংপুর রাইডার্সের সহকারী কোচ ও জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, দোয়েল ডেভেলপমেন্ট প্রপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. কাওছার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, নাহিদ রানা, খুশদিল শাহ, দোয়েল ডেভেলপমেন্ট প্রপার্টিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম, ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন) মাহবুব জামান প্রমুখ।
দোয়েল ডেভেলপমেন্ট প্রপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. কাওছার হোসেন অনুষ্ঠানে নতুন প্রকল্পের বিস্তারিত তুলে ধরে বলেন, বসুন্ধরা আবাসিক এলাকায় ‘রয়্যাল ভিস্তা’ প্রজেক্টটি আধুনিক ও নিরাপদ আবাসনের একটি অনন্য উদাহরণ। ১০তলা বিশিষ্ট এই ভবনের প্রতিটি ফ্লোরে রয়েছে তিন হাজার ৫০ স্কয়ার ফিটের প্রশস্ত ইউনিট। বর্তমান সময়ের ঝুঁকি বিবেচনায় ভবনটি ৯ থেকে সাড়ে ৯ মাত্রার ভূমিকম্প সহনশীল হবে। ‘রয়্যাল ভিস্তা’ প্রজেক্টে আধুনিক মানের জিমনেশিয়াম, সুইমিংপুল, কমিউনিটি হলরুম, নামাজের স্থানসহ আধুনিক সব ধরনের সুবিধা থাকছে।
তিনি বলেন, ইতোমধ্যে আমাদের ১৬টি প্রজেক্টের কাজ সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে ৪৫টি কাজ চলমান। আধুনিক জীবনের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধার সমন্বয়ে ‘রয়্যাল ভিস্তা’ হতে যাচ্ছে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক আবাসন।
অনুষ্ঠানে বিপিএলের পরবর্তী শিরোপা রংপুর রাইডার্স লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আশরাফুল।
তিনি বলেন, অতীতের খেলাগুলোতে নানা কারণে ভালো ফলাফল করা যায়নি। সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা এবার ভালো করতে চাই।