একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
যাদের আমানত দুই লাখ টাকা নিচে তারা এ মাসেই টাকা উত্তোলন করতে পারবেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক মুখপাত্র।
তিনি বলেন, একীভূত হওয়ার আওতাভুক্ত পাঁচ ব্যাংকের আমানতকারীদের চাহিদার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগদানের বিষয়টি শিগগিরই শুরু হবে।
তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময় এখনো চূড়ান্ত হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কয়েকটি গণমাধ্যমে আগামী সোমবার (২৯ ডিসেম্বর) তারিখ থেকে একীভূতের আওতাভুক্ত একটি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হবে বলে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
তিনি আরও বলেন, এ খবর সঠিক নয়, এ রূপ অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক।
গত ৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ফার্স্ট সিকিউরটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের আয়কর ঘোষণার মধ্য দিয়ে একীভূত কার্যক্রম শুরু হয়।এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলন, পাঁচ ব্যাংকে যাদের দুই লাখ টাকার নিচে আমানত রয়েছে, নভেম্বর মাসের মধ্যে তাদের টাকা ফেরত দেওয়া শুরু হবে। কিন্তু নভেম্বরের মধ্যে সে টাকা ফেরত দেয়নি। এরই মধ্যে পাঁচ ব্যাংককে একীভূত করে নতুন লাইসেন্সও দেওয়া হয়। এর মধ্যে আরেক দফা খবর আসে ডিসেম্বরের মধ্যে খবর ছড়িয়ে পড়ে।
নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ২৯ ডিসেম্বর থেকে এই টাকা উত্তোলন করা যাবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক থেকে এমন ঘোষণা এলো।