স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটক আদেশের পরিপ্রেক্ষিতে আতাউর রহমান বিক্রমপুরীকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ পাঠানো হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তাকে কারাগারে পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিটেনশন বা আটক আদেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করে টঙ্গী থানায় হস্তান্তর করে। পরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ পাঠানো হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেল সুপার আবু নুর মোহাম্মদ রেজা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন মাসের ডিটেনশন আদেশের পরিপ্রেক্ষিতে তাকে বুধবার সকালে কারাগারে পাঠানো হয়। আতাউর রহমান বিক্রমপুরী বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন।