News Headline :
প্রথম আলো-ডেইলি স্টারে আগুন দেওয়ার ঘটনায় আরও তিনজনসহ মোট গ্রেপ্তার ৩১

প্রথম আলো-ডেইলি স্টারে আগুন দেওয়ার ঘটনায় আরও তিনজনসহ মোট গ্রেপ্তার ৩১

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটতরাজ ও অগ্নি সংযোগের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তাররা হলেন জাকির হোসেন শান্ত (২৯) মো. স্বপন মন্ডল (৩০) ও  নিয়াজ মাহমুদ ফারহান (২১)।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন

সিটিটিসি সূত্রে জানা যায়, গতকাল রমনা থানাধীন বেইলি রোড এলাকা থেকে মো. জাকির হোসেন শান্তকে ও গাজীপুর জেলার টঙ্গী থানাধীন আব্দুল্লাহপুর মোড় এলাকা থেকে মো. স্বপন মন্ডলকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এছাড়া ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়াজ মাহমুদ ফারহানকে গ্রেপ্তার করে ডিবি সাইবার উত্তর বিভাগের একটি টিম।

গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে ন্যক্কারজনক হামলা চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ডিএমপি। ন্যক্কারজনক এ হামলার ঘটনায় এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS