ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির স্মরণে আগামী বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী দেয়াল লিখন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য উপস্থাপন করে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত শহীদী শপথ শেষে এই কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি বলেন, শহীদ ওসমান হাদির স্মরণে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর বাংলাদেশে প্রতিটা দেয়ালে তিনি যে স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলেছেন, তা দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে উপস্থাপন করুন। সামাজিক যোগাযোগমাধ্যমে সারা দুনিয়ার কাছে তাকে উপস্থাপন করুন।
আল জাবের বলেন, আগামী ২৬ ডিসেম্বর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানিয়ে দেব।