News Headline :
গ্রিনল্যান্ড ‘অবশ্যই দরকার’, বিশেষ দূত নিয়োগের পর ট্রাম্প লন্ডনে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন থেকে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা ভারত ও পাকিস্তান থেকে ৪৫৯ কোটি টাকার চাল কিনবে সরকার টানা স্বর্ণ-রুপার দামে রেকর্ড রুমিন ফারহানার আসনে জুনায়েদ আল হাবিবকে বিএনপির সমর্থন তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে স্বাগত মিছিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন রুমিন ফারহানা নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা করার দাবি চেম্বার সভাপতি দিপুর ৩০০ ফিটে সাজসাজ রব, উৎসবের আমেজে বিএনপি নেতা-কর্মীরা
২৫ ডিসেম্বর কয়েক এলাকায় পোশাক কারখানা ছুটির পরামর্শ বিজিএমইএ’র

২৫ ডিসেম্বর কয়েক এলাকায় পোশাক কারখানা ছুটির পরামর্শ বিজিএমইএ’র

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের কিছু এলাকার রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় ছুটি দিতে পরামর্শ দিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিএমইএ এর মুখপাত্র মো. মাসুদ কবির জানান, ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার উত্তরা (পূর্ব-পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ ও আশুলিয়া এলাকার (পূর্বাংশ) এলাকায় জনসমাগম বাড়বে। ওই দিন তৈরি পোশাক কারখানার শ্রমিকের চলাচল ও পণ্য পরিবহনের ব্যাপারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সার্বিক দিক বিবেচনা করে এসব এলাকার কারখানা শ্রমিকদের যাতায়াত ও আমদানি-রপ্তানির মালামাল পরিবহনে কারখানা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হয়েছে।

আগের দিন সোমবার (২২ ডিসেম্বর) বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের সই করা এ সম্পর্কিত একটি নোটিশও জারি করে বিজিএমইএ।

ওই নোটিশে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ বিমানযোগে বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ধারণা করা হচ্ছে, দীর্ঘ ১৭ বছর পর ওনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরের আশপাশের এলাকায় প্রচুর লোকসমাগম হবে। এ জন্য উত্তরা (পূর্ব-পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ ও আশুলিয়া এলাকার (পূর্বাংশ) কারখানাগুলোয় শ্রমিকের যাতায়াত ও আমদানি-রপ্তানির মালমাল পরিবহনে বিঘ্ন ঘটতে পারে।

এ সব অবস্থা বিবেচনায় রেখে ওইদিন জরুরি আমদানি-রপ্তানিকাজে ব্যবহৃত কাভার্ডভ্যান চলাচলের বিষয়ে এলাকার সার্বিক অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্য পথ ব্যবহার করার জন্য অনুরোধ করেছে বিজিএমইএ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS