বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, গণমাধ্যমের ওপর আঘাত মানে গণতন্ত্রের ওপর আঘাত, রাষ্ট্রের অস্তিত্বের ওপর আঘাত।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতাবিরোধী প্রতিবাদ সভায় তিনি এসব মন্তব্য করেন।
কাদের গনি চৌধুরী বলেন, গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের চোখ। সরকার একেবারে ভেতর থেকে রাষ্ট্রকে দেখতে পারে গণমাধ্যমের মধ্য দিয়ে।
এই গণমাধ্যমের ওপর আঘাত মানে গণতন্ত্রের ওপর আঘাত। এই গণমাধ্যমের ওপর আঘাত মানে রাষ্ট্রের অস্তিত্বের ওপর আঘাত। সেটা প্রথম আলো ও ডেইলি স্টারে আঘাতের মধ্য দিয়ে লক্ষ্য করা গেছে।
রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে কাদের গনি চৌধুরী বলেন, এই ঘটনা ঘটার পরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কেন? রাষ্ট্রের কাজটা কী, এই সরকারের কাজটা কী? আপনি কি একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চান দেশটাকে?