বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকালে ইন্তেকাল করেছেন। দেশের রাজনীতিতে দীর্ঘকাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর প্রয়াণে জাতি একজন অভিজ্ঞ রাষ্ট্রনেত্রীকে হারালো। এই শোকের মুহূর্তে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা।’
তিনি আরও লিখেছেন, ‘তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন।সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’
বেগম খালেদা জিয়ার ইন্তেকাল দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ঢেউ সৃষ্টি করেছে। এই শোকের দিনে দেশজুড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্মরণ করছে।