খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত বিপিএল ম্যাচের নতুন সূচি ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত বিপিএল ম্যাচের নতুন সূচি ঘোষণা

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোকের আবহে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচ স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রয়াত নেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নেওয়া সেই সিদ্ধান্তের পর এবার স্থগিত হওয়া ম্যাচ দুটির নতুন সূচি প্রকাশ করা হয়েছে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু জানান, স্থগিত ম্যাচ দুটি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। তার ভাষ্য অনুযায়ী, সিলেট টাইটানন্স ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।

এরপর রাতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স, ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

টিকিট সংক্রান্ত বিষয়ে তিনি জানান, আজকের জন্য কেনা টিকিট দিয়েই দর্শকরা আগামীকালের নির্ধারিত ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। নতুন করে টিকিট সংগ্রহের প্রয়োজন হবে না।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে, যার প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS