একীভূত হওয়া পাঁচ ব্যাংকের প্রত্যেক আমানতকারীর চেক বইয়ের বিপরীতে দুই লাখ টাকা করে দেওয়ার প্রস্তুতি চলছে। প্রস্তুতি শেষ হলে চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহে আমনতকারীরা দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আারিফ হোসেন খান।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তিনি এ তথ্য জানিয়েছেন।
মুখপাত্র বলেন, একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের ব্যাংক হিসাব নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আগামী সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন হলে বিদ্যমান পাঁচ ব্যাংকের গ্রাহকদের ব্যাংক হিসাবের আমানত নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাবে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে। এর ফলে আমানতকারীরা তাদের বিদ্যমান চেক বইয়ের মাধ্যমে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন।
অবশিষ্ট আমানত (যদি থাকে) তাদের ব্যাংক হিসাবে সুরক্ষিত থাকবে এবং ওই আমানতের ওপর প্রচলিত হারে মুনাফা দেওয়া হবে বলে জানান তিনি।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকে রূপান্তর হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হওয়ায় নবগঠিত এই ব্যাংকের ওপর জনগণের আস্থা সৃষ্টি হবে এবং এর ফলে আমানতকারীদের টাকা উত্তোলনের চাহিদা অনেকাংশে কমে আসবে।