ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধ করো’

ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধ করো’

ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

শুক্রবার (২৮ মার্চ) বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, এ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, টিএনজেড এপারেলস লিঃ এবং এপারল আর্ট লিমিটেড শ্রমিকেরা গত ৫ দিন যাবৎ শ্রম ভবনে অবস্থান করছেন। তাদের বকেয়া বেতন বোনাসের জন্য তারা আগে আন্দোলন করলে মালিক-শ্রমিক-সরকার ত্রিপক্ষীয় চুক্তি করা হয় এবং মালিকপক্ষ তা ভঙ্গ করে।

এ পরিস্থিতিতে তারা গত রোববার সকাল থেকে রাজধানীর শ্রম ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। শ্রম ভবনের সামনে অবস্থানের তিনদিন কেটে গেলেও কেউ যোগাযোগ না করায় তারা শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচির ডাক দেন। এ কর্মসূচিতে বিনা উসকানিতে পরিকল্পিতভাবে পুলিশ কয়েক মাস ধরে বেতন না পাওয়া শত শত শ্রমিকদের ওপর হামলা চালায়। ছাত্রনেতা দিলীপ রায়কে হাতুড়ি ও রড দিয়ে আহত করে। ২০ জন শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। তারপর তারা ২৭ মার্চের মধ্যে সরকারকে পাওনা পরিশোধের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানান।

এরমধ্যে গতকাল বৃহস্পতিবার গ্রুপ ফ্যাক্টরির একটি কারখানা, ইকো প্লাস এপারেলের শ্রমিকদের সামান্য টাকা দিয়ে শ্রমিকদের মধ্যে বিভেদ তৈরির চক্রান্ত করা হয়েছে। একইসঙ্গে এ সংবাদ মাধ্যমে জানান হয়েছে যে, মালিকের গাড়ি বিক্রি করে এপারেল ইকো প্ল্যাস লিমিটেডের শ্রমিকদের সব টাকা পরিশোধ করা হয়েছে। বাস্তবে এটি ছিল মিথ্যাচার।  

আজ পর্যন্ত তারা তাদের ন্যায্য মজুরি পাননি। ঈদের আগে আমাদেরই ভাই-বোনদের রাস্তায় আন্দোলন করতে হচ্ছে ন্যায্য মজুরির জন্য। আমরা অবিলম্বে তাদের বকেয়া মজুরি প্রদান করার আহবান জানাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS