বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল) একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ১৪ ক্যাটাগরির পদে পঞ্চম থেকে অষ্টম গ্রেডে ২৭ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: মেডিকেল অফিসার (এএম) পদসংখ্যা: ১ যোগ্যতা: এমবিবিএস পাস। খ্যাতনামা শিল্পকারখানার মেডিকেল অফিসার হিসেবে সাত বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। মেডিসিন সার্জারি/পাবলিক হেলথ বিষয়ের ওপর স্নাতকোত্তর ডিগ্রি/উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। পিজিটি কোর্স ও ডিপ্লোমাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৪০ বছর বেতন স্কেল: ৩৫,৫০০-৬০,৭৭০ টাকা (গ্রেড: এম-৫)
২. পদের নাম: সিনিয়র অফিসার (অপারেশনস) পদসংখ্যা: ২ যোগ্যতা: সম্মানসহ স্নাতকোত্তর (পদার্থ/রসায়ন)/এমবিএ অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, পেট্রোলিয়াম, কেমিক্যাল, পাওয়ার বা অটোমোবাইল) ডিগ্রি। কমপক্ষে একটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অথবা সব ক্ষেত্রে প্রথম বিভাগসহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, কেমিক্যাল, পাওয়ার বা অটোমোবাইল) ডিগ্রি। বাণিজ্যিক অথবা শিল্পপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং কাজে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে নয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৬ বছর বেতন স্কেল: ২৯,০০০-৫৭,৫১০ টাকা (গ্রেড: এম-৬)
৩. পদের নাম: সিনিয়র অফিসার (অডিট) পদসংখ্যা: ১ যোগ্যতা: সম্মানসহ এমকম, এমবিএ বা এমবিএম অথবা সিএ কোর্স সম্পন্নসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী অথবা স্নাতকোত্তর ডিগ্রিসহ সিএ নলেজ লেভেল/সিএমএ প্রফেশনাল লেভেল-২ পাস। কমপক্ষে একটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বাণিজ্যিক অথবা শিল্পপ্রতিষ্ঠানে অডিট অফিসার হিসেবে ছয় বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিসহ সিএ নলেজ লেভেল/সিএমএ প্রফেশনাল লেভেল-২ পাসের ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৬ বছর বেতন স্কেল: ২৯,০০০-৫৭,৫১০ টাকা (গ্রেড: এম-৬)
৪. পদের নাম: অফিসার (এইচআর) পদসংখ্যা: ২ যোগ্যতা: সম্মানসহ এমকম (ব্যবস্থাপনা/এইচআর)/এমবিএ(ব্যবস্থাপনা/এইচআর)/এমএসএস (লোকপ্রশাসন) ডিগ্রি। কমপক্ষে একটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। পিজিডিএইচআর/পিজিডিপিএম ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাণিজ্যিক অথবা শিল্পপ্রতিষ্ঠানে এইচআর, অ্যাডমিন বা পার্সোনেল অফিসার হিসেবে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৩ বছর বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (গ্রেড: এম-৭)
৫. পদের নাম: অফিসার (কেমিক্যাল) পদসংখ্যা: ৪ যোগ্যতা: অ্যাগ্রিকালচারে স্নাতক বা বায়োলজিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রিধারী। কমপক্ষে দুটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অ্যাগ্রো-কেমিক্যাল মার্কেটিং কোম্পানিতে বিপণনকাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৩ বছর বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (গ্রেড: এম-৭)
৬. পদের নাম: অফিসার (শিপিং) পদসংখ্যা: ১ যোগ্যতা: সম্মানসহ এমকম, এমবিএ, এমবিএম, এমএসসি, এমএসএস বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কমপক্ষে একটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বাণিজ্যিক বা শিল্পপ্রতিষ্ঠানে শিপিং, ডিউটি অ্যান্ড ক্লেইম অফিসার হিসেবে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৩ বছর বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (গ্রেড: এম-৭)
৭. পদের নাম: অফিসার (অডিট) পদসংখ্যা: ২ যোগ্যতা: সম্মানসহ এমকম, এমবিএ, এমবিএম অথবা সিএ কোর্স সম্পন্নসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রিসহ সিএ-নলেজ লেভেল/সিএমএ প্রফেশনাল লেভেল-২ পাস। কমপক্ষে একটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বাণিজ্যিক বা শিল্পপ্রতিষ্ঠানে অ্যাকাউন্টস/ফিন্যান্স/অডিট অফিসার হিসেবে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিসহ সিএ-নলেজ লেভেল/সিএমএ প্রফেশনাল লেভেল-২ পাস অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: সর্বোচ্চ ৩৩ বছর বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (গ্রেড: এম-৭)
৮. পদের নাম: অফিসার (সেলস) পদসংখ্যা: ৩ যোগ্যতা: সম্মানসহ এমকম, এমএসএস, এমএসসি, এমবিএ, এমবিএম, এমএ অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কমপক্ষে একটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বাণিজ্যিক বা শিল্পপ্রতিষ্ঠানে সেলস/মার্কেটিং অফিসার হিসেবে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৩ বছর বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (গ্রেড: এম-৭)
৯. পদের নাম: অফিসার (অপারেশনস) পদসংখ্যা: ৩ যোগ্যতা: সম্মানসহ স্নাতকোত্তর (পদার্থ/রসায়ন)/এমবিএ অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস অথবা পেট্রোলিয়াম) ডিগ্রি। কমপক্ষে একটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অথবা সব ক্ষেত্রে প্রথম বিভাগসহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, কেমিক্যাল, পাওয়ার, অটোমোবাইল) ডিগ্রি। বাণিজ্যিক বা শিল্পপ্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৩ বছর বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (গ্রেড: এম-৭)
১০. পদের নাম: অফিসার (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট) পদসংখ্যা: ৩ যোগ্যতা: কমপক্ষে একটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি/বিভাগ/ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অথবা সব ক্ষেত্রে প্রথম বিভাগসহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি। অটোক্যাড জানা থাকতে হবে। বাণিজ্যিক বা শিল্পপ্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৩ বছর বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা (গ্রেড: এম-৭)
১১. পদের নাম: জুনিয়র অফিসার (সেলস) পদসংখ্যা: ১ যোগ্যতা: সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি/বিবিএসহ এমবিএ (মার্কেটিং)/বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কমপক্ষে একটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়স: সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড: এম-৮)
১২. পদের নাম: জুনিয়র অফিসার (রিফুয়েলিং) পদসংখ্যা: ৪ যোগ্যতা: স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রি। কমপক্ষে একটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। লাইট ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হেভি ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড: এম-৮)
১৩. পদের নাম: জুনিয়র অফিসার (পারচেজ) পদসংখ্যা: ১ যোগ্যতা: সম্মানসহ এমকম, এমবিএ, এমবিএম, এমএসসি, এমএসএস অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কমপক্ষে একটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়স: সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড: এম-৮)
১৪. পদের নাম: জুনিয়র অফিসার (অ্যাকাউন্টস) পদসংখ্যা: ১ যোগ্যতা: সম্মানসহ এমকম, এমবিএ, এমবিএম অথবা সিএ কোর্স সম্পন্নসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী। কমপক্ষে একটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়স: সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড: এম-৮)
আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পদ্মা অয়েল কোম্পানির ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk.com.bd বা dsadmin3@pocl.gov.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল বা মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন ফি অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬৭ টাকাসহ মোট ৬৬৭ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৭ মে থেকে আগামী ৬ জুন ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।