ঢাকায় ফিরেছেন খন্দকার মোশাররফ

ঢাকায় ফিরেছেন খন্দকার মোশাররফ

সিঙ্গাপুরের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।  

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা শেষে ডাক্তারদের পরামর্শে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গতকাল রাত ১টায় ঢাকা এসে পৌঁছেছেন।

যেহেতু ব্রেনে অপারেশন হয়েছে, তাই ডাক্তার আগামী ৪ মাস কোনো ধরনের জনসমাগম ও করো সঙ্গে সাক্ষাৎ থেকে বিরত থাকতে তাকে নির্দেশনা দিয়েছেন বলে জানান শায়রুল কবির।  

গত বছরের ১৭ জুন দলীয় পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খন্দকার মোশাররফ। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন সিঙ্গাপুর যান তিনি। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হয়ে মস্তিষ্কে রেডিও থেরাপি নেন। এরপর সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা শেষে গত বছরের ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশে ফেরেন। সে যাত্রায় প্রায় আড়াই মাস সিঙ্গাপুরে থেকে চিকিৎসা নিয়েছিলেন তিনি।  

পরিবার ও দলের পক্ষ থেকে খন্দকার মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শায়রুল কবির।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS