খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, চাইলেন ক্ষমা

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, চাইলেন ক্ষমা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট করেন।

মিনহাজের পোস্টে বলা হয়, জকসু নির্বাচনকে ভয় পেয়েই কি আজকে ভোরে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা? গতকাল সালাহউদ্দিন সাহেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কল দিয়ে নির্বাচন স্থগিত করতে বলেছেন। নির্ভরযোগ্য তথ্য থেকে শুনেছিলাম জামাতের ৩ তারিখের মহাসমাবেশকে সামনে রেখে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা দেবে ২ তারিখে। সমাবেশ স্থগিত হয়ে যাওয়ায় জকসুতে পুঁজি করা গেল।

আপসহীন দেশনেত্রী দেশের জন্য সবটুকু করে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের ছেলের থেকে লাশের রাজনীতির স্বীকার হওয়া থেকে মুক্তি পেলেন না। আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুন।

এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে।পরে মিনহাজ পোস্টটি ডিলিট করে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী, দেশপ্রেমিক ও বিশ্বাসী মানুষের মতোই আমার কাছেও অত্যন্ত সম্মাননীয়। কিশোর বয়স থেকে আমরা আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়নের আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও সাহসিকতাকে অনুসরণ করতে শিখেছি। তার ইন্তেকাল আগ্রাসনবিরোধী, দেশপ্রেমিক সব মানুষের জন্যই শোকের ঘটনা এবং বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি।

জকসু নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে পূর্বে যে পোস্ট করেছিলাম, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভুলটি সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের জন্য আল্লাহর কাছে ধৈর্যের তাওফিক কামনা করি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে, কেউ কেউ মিনহাজের মন্তব্যকে ‘সময়োপযুক্ত নয়’ বলে সমালোচনা করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS