News Headline :
জনবল নেবে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড শরীর সুস্থ রাখতে আঁশযুক্ত খাবার বাড়াবেন যেভাবে জাঁকালো আয়োজনে পর্দা নামলো বাভাসির কনসার্ট পণ্ড হওয়ায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দুষলেন জেমস শুরুর ধাক্কা সামলে লড়াইয়ের পুঁজি গড়ল নোয়াখালী মাঠেই বিদায় নিলেন ‘মাঠের খেলোয়াড়’ মাহবুব আলী জাকি বসুন্ধরা গ্রুপের হাত ধরে নতুন দিগন্তে দেশের ফিটনেসখ্যাত ‘জুলকান ইনডোর অ্যারেনা’ নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের ‘হামলা’, লক্ষ্য ‘আইএস’ বললেন ট্রাম্প প্রাণঘাতী সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত ২ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা
ভোটে যেতে চায় রফিকুল আমীনের আমজনগণ পার্টি, চাইল নিবন্ধন

ভোটে যেতে চায় রফিকুল আমীনের আমজনগণ পার্টি, চাইল নিবন্ধন

নিবন্ধন না পাওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল আমীনের প্রতিষ্ঠিত বাংলাদেশ আমজনগণ পার্টির। তারা আজকালের মধ্যে নিবন্ধন দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে। অন্যথায় দলটি আদালতের দ্বারস্থ হবে বলে জানানো হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন এ তথ্য জানান।

রফিকুল আমীন বলেন, গত ১৭ এপ্রিল বাংলাদেশ আমজনগণ পার্টি প্রতিষ্ঠা করা হয়। নির্বাচনে অংশগ্রহণের জন্য গত ২২ জুন নিবন্ধনের জন্য আবেদন করা হয়। সারাদেশের ২৩ জেলা ও ১০৩ উপজেলা ও থানায় কমিটি গঠন করা হয়। গত ৪ নভেম্বর আমজনগণ পার্টিসহ তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন।১৮ নভেম্বর দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়। আর আমজনগণ পার্টির বিরুদ্ধে আপত্তি থাকায় শুনানি করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইসি সচিব জানান। কিন্তু সে শুনানি কবে হবে তা এখনো জানায়নি ইসি।

‘জাতীয় নির্বাচনের দুয়ারে দাঁড়িয়ে, অথচ দল নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পেন্ডিং, এতে ইসি প্রমাণ দিচ্ছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায় না।

লিখিত বক্তব্যে রফিকুল আমীন আরও বলেন, ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু চূড়ান্ত নিবন্ধন না পাওয়ায় নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। আজকালের মধ্যে নিবন্ধন দেওয়ার দাবি জানাচ্ছি এবং প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সময় দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে রফিকুল আমীন জানান, নিবন্ধন না পেলে তারা আদালতের দ্বারস্থ হবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS