‘দ্বিপ্রহর’-এ পার্থ ও আইশা

‘দ্বিপ্রহর’-এ পার্থ ও আইশা

‘দ্বিপ্রহর’ নামের একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন এই সময়ের তারকা পার্থ শেখ ও আইশা খান। পিকাসো খুদার রচনায় এটি পরিচালনা করেছেন মারুফের রহমান। 

বড়দিন উপলক্ষে প্রচারিতব্য নাটকটির গল্পে দেখা যাবে, রাহাত শহরে থাকে। পড়াশোনা শেষ করে চাকরির জন্য অপেক্ষা করছে।

গ্রামে তার মা থাকে। রাহাত যখন ছোট তখনই তার বাবা মারা যান। চাকরি হয়ে গেলে সে গ্রামে যায় মাকে সারপ্রাইজ দিতে। 

একই গ্রামের প্রভাবশালী পরিবারের সন্তান মিতু।রাহাতের সঙ্গে মিতুর দীর্ঘদিনের প্রেম। রাহাতের চাকরির খবরে স্বস্তি পায় মিতুও। মা রাহাতকে বিয়ে করার জন্য পাত্রী দেখার কথা বললে, রাহাত মাকে মিতুকে পছন্দ করার কথা জানায়। রাহাতের পছন্দে মায়ের আপত্তি থাকে না কিন্তু মনে মনে তিনি চিন্তিত হন।

কারণ মিতুদের পরিবার রাহাতের পরিবারের তুলনায় বেশ অবস্থাসম্পন্ন। 

মিতুর বাবা এই বিয়েতে রাজি হবে কি না এ নিয়ে চিন্তিত রাহাত। বিয়ের প্রস্তাব নিয়ে রাহাতের মা মিতুদের বাড়ি যান। মিতুর বাবা বিয়েতে আপত্তি করে না কিন্তু তিনি পারিবারিক রীতির কথা বলে সে মেয়ের জন্য দশ ভরি স্বর্ণ দাবি করে। ছেলের কথা ভেবে রাহাতের মা তাতেও আপত্তি করে না।

মায়ের কাছ থেকে স্বর্ণের কথা শুনে মন খারাপ করে রাহাত। বাবার রেখে যাওয়া জমানো টাকা খরচ করে বিয়ে করার জন্য একমত হতে পারে না রাহাত। অন্যদিকে মিতুরও তার বাবার এই আবদার পছন্দ হয় না। তাহলে কি তাদের বিয়েটা হবে? এভাবেই গল্প এগিয়ে যায়।

নির্মাতা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভশনে প্রচারিত হবে নাটকটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS