দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম সংস্করণের অফিসিয়াল অংশীদার হিসেবে যুক্ত হয়েছে শীর্ষস্থানীয় ইলেকট্রোলাইট স্পোর্টস ড্রিঙ্ক ব্র্যান্ড ‘এসএমসি প্লাস’। এই চুক্তির মাধ্যমে টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়দের সঠিক হাইড্রেশন ও প্রয়োজনীয় ইলেকট্রোলাইট সরবরাহ নিশ্চিত করবে ব্র্যান্ডটি।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এই অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দিন নাসির এবং বিপিএলের সম্প্রচারকারী চ্যানেল টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভীর উল ইসলাম।
এসএমসি প্লাস কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্স ও সহনশীলতা বৃদ্ধি করা এবং তাদের সুস্থতা নিশ্চিত করা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাইফ উদ্দিন নাসির বলেন, ‘এসএমসি প্লাসের ভিশন হলো গুণগত মানের হাইড্রেশন নিশ্চিত করে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের সক্ষমতা বৃদ্ধি করা। বিপিএলের সাথে এই অংশীদারিত্ব আমাদের সেই লক্ষ্যেরই প্রতিফলন।’
টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভীর উল ইসলাম এই অংশীদারিত্বকে স্বাগত জানিয়ে বলেন, ‘বিপিএলে শক্তিশালী ব্র্যান্ড পার্টনারদের যুক্ত করতে টি স্পোর্টস সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এসএমসি প্লাসের এই অংশগ্রহণ টুর্নামেন্টে খেলোয়াড়দের পুষ্টি ও শারীরিক সুস্থতা প্রচারে এক নতুন মাত্রা যোগ করবে।’
মাঠের লড়াইয়ে ক্রিকেটারদের সতেজ রাখতে এবং পানিশূন্যতা রোধে এসএমসি প্লাসের এই অংশগ্রহণ টুর্নামেন্টের সার্বিক মানে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন আয়োজকরা।