সবার আগে পারিশ্রমিক পেলেন রাজশাহীর ক্রিকেটাররা

সবার আগে পারিশ্রমিক পেলেন রাজশাহীর ক্রিকেটাররা

বিপিএলকে সামনে রেখে এবার সবচেয়ে সুশৃঙ্খল ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্ট শুরুর আগেই নিয়ম মেনে ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের পারিশ্রমিক পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করেছে দলটি।

গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের দেশি-বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের সম্মানীর প্রথম কিস্তির অর্থ পরিশোধ করা হয়। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় থাকা নাবিল গ্রুপ শুরু থেকেই বিপিএলের সব নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করছে।

শক্তিশালী দল গঠন ও আন্তর্জাতিক মানের বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত করে টুর্নামেন্টের জৌলুসও বাড়িয়েছে তারা।

এ বিষয়ে দলের প্রধান কোচ হান্নান সরকার বলেন, ‘আমাদের ফ্র্যাঞ্চাইজি শুরু থেকেই পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছে। বিসিবির নির্ধারিত পেমেন্ট স্লট অনুযায়ী টাকা হাতে পেয়েছি এবং সবাইকে সম্মানী দেওয়া হয়েছে। আশা করছি, বাকি অর্থও সময়মতো পরিশোধ করা হবে।’

রাজশাহী প্রথম কিস্তির অর্থ পরিশোধ করার পরই অন্যান্য ফ্র্যাঞ্চাইজির উদ্দেশে বিসিবি স্মারক জারি করেছে। সেখানে জানানো হয়েছে লিগ শুরুর আগে মোট সম্মানীর ২৫ শতাংশ, লিগ পর্ব শেষ হওয়ার আগে ৫০ শতাংশ এবং বিপিএল শেষ হওয়ার এক মাসের মধ্যে বাকি ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। পুরো অর্থ পরিশোধ সম্পন্ন হলে তবেই বিসিবিতে জমা রাখা ব্যাংক গ্যারান্টি ফেরত পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। পাশাপাশি বিপিএলের লভ্যাংশ পেতেও পারিশ্রমিক পরিশোধ বাধ্যতামূলক।

খেলা শুরুর আগেই প্রথম কিস্তির অর্থ পরিশোধ করায় রাজশাহী ওয়ারিয়র্সকে ধন্যবাদ জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এ প্রসঙ্গে সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘রাজশাহীর ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফরা সময়মতো টাকা পেয়েছেন এটি খুবই ইতিবাচক খবর। আশা করি, অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও নিয়ম মেনে নির্ধারিত সময়ে পারিশ্রমিক পরিশোধ করবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS