ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে স্পেন, ১৮০-তেই থাকল বাংলাদেশ

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে স্পেন, ১৮০-তেই থাকল বাংলাদেশ

টানা আধিপত্য বজায় রেখে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেই বছর শেষ করল ইউরোজয়ী স্পেন। বাংলাদেশের অবস্থানও অপরিবর্তিত, ১৮০তম।

আজ সোমবার (২২ ডিসেম্বর) ফিফার প্রকাশিত ২০২৫ সালের সর্বশেষ হালনাগাদকৃত তালিকায় ১৮৭৭.১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে স্প্যানিশরা।

স্পেনের পেছনেই ১৮৭৩.৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

রাংকিংয়ের শীর্ষ পাঁচে থাকা বাকি দলগুলো হলো যথাক্রমে ফ্রান্স (১৮৭০ পয়েন্ট), ইংল্যান্ড (১৮৩৪.১২ পয়েন্ট) ও ব্রাজিল (১৭৬০.৪৬ পয়েন্ট)। তালিকায় প্রথম ৩৩টি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে এশিয়ান ফুটবল প্রেক্ষাপটে বাংলাদেশ আগের মতো ১৮০ নম্বর অবস্থানে থাকলেও পয়েন্টে সামান্য হেরফের হয়েছে। হাভিয়ের কাবরেরার দলের পয়েন্ট ৯১১.১৯ থেকে কমে দাঁড়িয়েছে ৯১১.১-এ।সাম্প্রতিক সময়ে নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারানোর স্মৃতি নিয়েই বছর শেষ করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

র‍্যাংকিংয়ের অন্যান্য উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে আলজেরিয়া এক ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছে, অন্যদিকে এক ধাপ পিছিয়ে মিশর এখন ৩৫ নম্বরে। আরব কাপে চ্যাম্পিয়ন হওয়া মরক্কো ১৭১৬.৩৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বর অবস্থানটি ধরে রেখেছে। টুর্নামেন্টের রানার্সআপ জর্ডান দুই ধাপ এগিয়ে বর্তমানে ৬৪ নম্বরে।

এবারের হালনাগাদে সবচেয়ে চমক দেখিয়েছে ভিয়েতনাম; তিন ধাপ এগিয়ে তারা এখন ১০৭ নম্বরে। বিপরীতে বড় অবনমন হয়েছে মালয়েশিয়ার, ৫ ধাপ পিছিয়ে এশীয় এই দেশটি এখন ১২১ নম্বরে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS