রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে লড়াই করছি। কাউকেই ছোট করে দেখছি না। যারা মেয়র পদে প্রার্থী আছেন তাদের সঙ্গে ভোটযুদ্ধে যাওয়ার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার সবই আমরা নিয়েছি। আরও খুশি হতাম যদি বিএনপির প্রার্থী থাকত। তাহলে তাদের আমরা সমুচিত জবাব দিতে পারতাম।
সোমবার (২২ মে) দুপুরে রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, মনোনয়নপত্র জমা দেওয়াটা একটা আনুষ্ঠানিকতা। এটা দিতে হবে। আমি নেতাকর্মীদের সবার সহযোগিতা পেয়েছি। বিএনপি থেকে যারা পদত্যাগ করে কাউন্সিলর পদে ভোট করছেন তারাও তাদের নিজেদের তাগিদেই (ভোটকেন্দ্রে) ভোটার নিয়ে আসবেন। আমাদের প্রার্থীরাও ভোটার নিয়ে আসবেন।