সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকারি চাকরির পরীক্ষায় ২৪-২৫ বছরের একটা ছেলে বা মেয়ে যখন পরীক্ষা দেয়, তার যে ফল আসে, আর ৩০ বছর বয়সে যে পরীক্ষা দেয়, সে সময় কিন্তু বেশির ভাগই ভালো ফল করতে পারে না।’ গতকাল সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কোভিডের কারণে অনেক ক্ষেত্রে পিছিয়েছে, অনেক বিশ্ববিদ্যালয়ে সেশনজট আছে, এমন পরিস্থিতিতে তরুণদের চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই-এক বছর বাড়ানোর কোনো চিন্তাভাবনা সরকারের আছে কি না, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বয়সসীমা বাড়ানো নয়, যারা কোভিডের কারণে পরীক্ষা দিতে পারেনি, ক্ষেত্রবিশেষে তাদের বয়সসীমা শিথিল করা হয়েছে। সেটা অলরেডি হয়ে গেছে। অনেকে চাকরি পেয়েও গেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বয়সসীমা নিয়ে আমি একটা কথা বলি। এটা নিয়ে একবার খুব আন্দোলন করা হলো। পরে একটা হিসাব নিলাম। ২৪-২৫ বছরের একটা ছেলে বা মেয়ে যখন পরীক্ষা দেয়, তার যে ফল আসে, আর ৩০ বছর বয়সে যে পরীক্ষা দেয়, সে কিন্তু বেশির ভাগ ফেল করে। আমি পুরো চার্ট বের করে নিয়ে আসছিলাম।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, সাংবাদিকেরা এ ব্যাপারে দেখতে পারেন যে আসলে ব্যাপারটি কী? কাজ করার তো একটা দক্ষতাও থাকতে হবে। পাস করারও একটা সময় থাকে।’

সংবাদ সম্মেলনের প্রথমে প্রধানমন্ত্রী তাঁর সফর নিয়ে লিখিত বক্তব্য দেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS