ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দীর্ঘ ও অর্থপূর্ণ ফোনালাপ হয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এটি শির সঙ্গে জেলেনস্কির প্রথম ফোনালাপ। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলেনেস্কি জানায়, তিনি শি’র সঙ্গে ফোনে দীর্ঘ ও অর্থপূর্ণ আলোচনা করেছেন। তিনি টুইটারে লিখেছেন, তিনি বিশ্বাস করেন এই ফোন কলের সঙ্গে বেইজিং-এ একজন রাষ্ট্রদূত নিয়োগ, তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে একটি শক্তিশালী প্রেরণা দেবে।
চীন এই ফোনালাপের ব্যাপারটি নিশ্চিত করেন এবং বলেন, তারা(চীন) সর্বদা শান্তির পক্ষে।
এখন পর্যন্ত, বেইজিং ইউক্রেনে ওপর রাশিয়ান আক্রমণের বিষয়ে একটি নিরপেক্ষ অবস্থান দেখানোর চেষ্টা করেছে। তবে তারা কখনোই এই আক্রমণের নিন্দা করেনি এবং গত মাসে চীনের প্রেসিডেন্ট শি রাশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর করেন ।
তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার “প্রিয় বন্ধু” হিসেবে উল্লেখ করেন। সেই সফরে তিনি একটি অস্পষ্ট ১২ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন। তবে তিনি রাশিয়াকে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দেননি।
এর সফরের কয়েক দিনের মধ্যে, জেলেনস্কি শি’কে আলোচনার জন্য কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।