বাড়ছেই সালমানের সিনেমা টিকিটের দাম

বাড়ছেই সালমানের সিনেমা টিকিটের দাম

ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের সিনেমা ‘সিকান্দার’। ট্রেলারেই বলিউড ভাইজান বুঝিয়ে দিয়েছিলেন যে এবার বক্স অফিসের খেলা ঘুরতে চলেছে! কখনও অ্যাকশন অবতারে, কখনও রোমান্টিক হিরোর বেশে- সুপারস্টারকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা।

এবার অগ্রিম বুকিংয়েও ঝড় তুলে দিলেন সালমান খান। ‘সিকান্দার’র টিকিটের দাম উঠলো আকাশছোঁয়া। কত দাম সেই টিকিটের? জানলে আপনিও অবাক হবেন।

ভারতের চারটি মহানগরের মাল্টিপ্লেক্সে ‘সিকান্দার’র টিকিটের দাম উঠেছে ২২০০ টাকা পর্যন্ত। মুম্বাইয়ের মাল্টিপ্লেক্স গুলোতে বৃহস্পতিবার অগ্রিম বুকিং শুরু হওয়ার পরই দাম বাড়তে থাকে। পাশাপাশি দিল্লির মাল্টিপ্লেক্সগুলোতেও এই টিকিট ১৬০০ থেকে ১৯০০ টাকার মধ্যে মূল্য ছিল। সিঙ্গেলস্ক্রিনগুলোও খুব একটা পিছিয়ে নেই। অন্যান্য সময় সিঙ্গেল স্ক্রিনে যে টিকিটের দাম থাকে ৯০- ২০০ টাকার মধ্যে এখন সেগুলোর দাম দাঁড়িয়েছে ৭০০ টাকা।

রোববার তিন মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের ‘সিকিন্দির’ ট্রেলারে খেল দেখিয়েছেন ভাইজান। একদম অ্যাকশন প্যাকড ঝলক। সঙ্গে ভাইজানের নিজস্ব ভঙ্গিতে দুরন্ত সংলাপ। নাচে, গানে, অ্যাকশনে, ড্রামায় ভরপুর ট্রেলার থেকে চোখ ফেরানো দায়। অনেকদিন পর সুপারস্টার সালমানকে আবার দেখা গিয়েছে পুরনো মেজাজে।

মঙ্গলবার থেকে ‘সিকান্দার’র অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। প্রথম দিনের অগ্রিম বুকিং ১০ কোটির মাইলস্টোন স্পর্শ করেছে। পুরো ভারতের ৭ হাজার ৯৫২টি স্ক্রিনে দেখানো হবে ‘সিকান্দার’। সিনেবাণিজ্য বিশ্লেষকদের রিপোর্ট অনুসারে, সব থেকে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে। ২১ লাখের বেশি টিকিট বেরিয়েছে রাজধানীতে। দ্বিতীয়স্থানে ২০ লাখের বেশি টিকিট বিক্রি করে মহারাষ্ট্র। দিল্লিতে অগ্রিম বুকিং প্রায় দেড় কোটি পার করেছে অন্যদিকে মুম্বাইতে সেই হিসাব ১ দশমিক ৮ কোটি পার করেছে। ৩০ মার্চ আসতে এখন দিন কয়েক দেরি। মুক্তির আগে পর্যন্ত সিকান্দার কোন মাইল ফলক স্পর্শ করে এখন সেটাই দেখার।

‘সিকান্দার’ নির্মাণ করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও এআর মুরুগাদোস। এতে সালমানের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। বিশেষ চরিত্রে দেখা যাবে কাজল আগরওয়ালকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। জানা গেছে, এই সিনেমার ভিলেন তিনিই। অন্যান্য ভূমিকায় রয়েছেন সুনীল শেঠি, শরমন যোশী, প্রতীক বাব্বর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS