কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাবুল চন্দ্র দাস (৬৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে কুলিয়ারচর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল চন্দ্র দাস (৬৫) জেলার কুলিয়ারচর পৌরসভার দাসপাড়া এলাকার মৃত প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে । তিনি সবজি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেইল ট্রেন কুলিয়ারচর রেলস্টেশনে প্রবেশ করছিল। এ সময় ট্রেনের নিচে কাটা পড়েন সবজি ব্যবসায়ী বাবুল চন্দ্র দাস (৬৫)। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কুলিয়ারচর রেলস্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।