News Headline :
রাজশাহীতে বিক্ষোভ, নেতানিয়াহুর কুশপুতুলে আগুন জামালপুরে চেক প্রতারণার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড ফিলিস্তিন ইস্যুতে লুটপাট প্রতিবাদের ভাষা হতে পারে না: পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়ার ‘অ্যাটমস্কিলস চ্যাম্পিয়নশিপে’ ৫ বাংলাদেশি পুরস্কৃত গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা গাজা-রাফায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি যশোরের সাংবাদিকদের কুমিল্লায় কেএফসিতে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪ ট্রাম্পের ঘোষণার পর ক্রিপ্টোবাজারেও অস্থিরতা, কমেছে বিটকয়েনের দাম ভিয়েতনাম থেকে এলো ১২ হাজার ৭০০ টন আতপ চাল মুন্সিগঞ্জে দু-এক মাসের মধ্যে মেডিকেল কলেজের কাজ শুরু হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই নেতা-নেত্রী দেশে ফিরে দলের সঙ্গে কাজ করবেন: টুকু

শিগগিরই নেতা-নেত্রী দেশে ফিরে দলের সঙ্গে কাজ করবেন: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিবাদী সরকার ও তার দোসররা এ দেশে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। পতিত ফ্যাসিবাদ যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের জনগণকে হত্যা করেছে তারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’, উপলক্ষে দুরন্ত ১৬ ব্যাচের আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

টুকু বলেন, দ্রুত সময়ের মধ্যেই আমাদের নেতা এবং নেত্রী দেশে ফিরে দলের সঙ্গে কাজ করবেন।  

নির্বাচন নিয়ে তিনি বলেন, বাংলাদেশের আপামর জনসাধারণের দাবি হচ্ছে নির্বাচন। মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারে নাই। প্রায় তিন কোটি ৬০ লাখ তরুণ ভোটার হওয়া সত্যেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছে এই দেশের মানুষজন। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া।

তিনি আরও বলেন, এই অন্তর্বর্তী সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল। কাজেই গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা জনগণের, সেই আকাঙ্ক্ষা সরকার দ্রুত পূরণ করবে এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। আমরা দলের পক্ষ থেকে এই দাবি সবসময় জানিয়ে যাচ্ছি। যত তারাতাড়ি সম্ভব নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। এ কারণে আমরা এই সরকারকে সহযোগিতাও করে যাচ্ছি। যেহেতু এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত কিন্তু বৃথা যাবে। তাই ভোটের অধিকার প্রতিষ্ঠার যে দাবি সেটি পূরণ করতে যৌক্তিক সময়ে সরকার পদক্ষেপ নেবে।

তবে দলের পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, দলের একটি নীতি নির্ধারণী কমিটি রয়েছে। তাই দল পরবর্তী কি সিদ্ধান্ত নেবে সেটি তারাই বলতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS