চুরির অপবাদ দিয়ে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যায় আসামি ৩৯, গ্রেপ্তার ৪ 

চুরির অপবাদ দিয়ে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যায় আসামি ৩৯, গ্রেপ্তার ৪ 

লক্ষ্মীপুরে মোবাইল চুরির অপবাদ দিয়ে মো. রাজু (৩৫) নামে এক শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩৯ জনকে আসামি করে মামলা হয়েছে। এরমধ্যে ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার শাকচর ইউনিয়নের সবুজের গোজা এলাকার বাসিন্দা কবির হোসেন, ইব্রাহিম খলিল, লিটন হোসেন ও রেখা বেগম। এজাহারে উল্লেখিত অন্য ৫ জনের নাম জানায়নি পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এতে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০ জনকে আসামি করা হয়। ঘটনার পর ৪ জনকে আটক করা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের সবুজের গোঁজা এলাকায় কাজল কোম্পানির ইটভাটার সামনে রাজু গণপিটুনির শিকার হন। স্থানীয় কবিরের বাড়িতে ঢুকে মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে মারা হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। সোমবার (৩১ মার্চ) দুপুরে বিকেলে ঘটনাস্থল এলাকা থেকে চারজনকে আটক করে পুলিশ।

নিহত রাজু চররুহিতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক ও সবুজের গোঁজা এলাকার সফিক উল্যা সবুজের ছেলে।  

নিহতের ভাই ওহিদ হোসেন ও বোন জেসমিন বেগম জানায়, রাজুর মোবাইলে চার্জ ছিল না। এতে সে ভাতিজা কবিরের ঘরে ঢুকে মোবাইল চার্জ দেয়৷ এরপর পরই কবির লোকজন ডেকে এনে রাজুকে পিটিয়ে হত্যা করে। তার শরীরে টেঁটা ও ইট দিয়ে আঘাত করা হয়৷ তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। অমানবিক নির্যাতন করে তারা রাজুকে হত্যা করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS