ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশের সংকট কেটে যাবে: খোকন

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশের সংকট কেটে যাবে: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, কঠিন সংকট এখন অতিবাহিত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা হলে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সংকট কেটে যাবে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক সংকট, অস্থিতিশীল পরিস্থিতি পতিত স্বৈরাচার ও মাফিয়া সরকারের ষড়যন্ত্র থেকে রেহাই পেতে সবাইকে সতর্ক থাকতে হবে। তাই আমাদের দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আদায় করে অংশগ্রহণ মূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশনে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের মেহমান খানায় অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বেচ্ছাসেবী তরুণরা নিজের অর্থ খরচ মানবতার সেবা করে। তারা মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করে। তারা আমাদের রাজনৈতিক নেতাদের মানবসেবার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের এ মহৎ কাজে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক শেখ রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেল, সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মণ প্রিন্স, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS