মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৪ জন, ব্যাংককে নিখোঁজ ৮১

মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৪ জন, ব্যাংককে নিখোঁজ ৮১

মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪৪ জনের মৃত্যুর খবর জানিয়েছেন দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। এখন পর্যন্ত ৭৩২ জন আহত হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৮ মার্চ) টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইংকে উদ্ধৃত করে বিবিসি বার্মিজ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। জান্তাপ্রধান ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন এবং আন্তর্জাতিক সাহায্যের আবেদন করেছেন।

মিন অং হ্লাইং জানিয়েছেন, ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাজধানী নেপিডোতে। সেখানে অন্তত ৯৬ জন মারা গেছেন। এছাড়া, মান্দালয়ে ৩০ জন এবং সাগায় ১৮ জন মারা গেছেন।  

নেপিডো থেকে বার্তা সংস্থা এএফপির সংবাদদাতা জানিয়েছেন, ভূমিকম্পের আঘাতে সেখানে বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ভবনের ছাদ থেকে আস্তরণ খসে পড়েছে। ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে মিয়ানমারের জান্তা সরকার।

ভয়াবহ এই ভূমিকম্পে মিয়ানমারের ইরাবতী নদীর ওপর নির্মিত ঐতিহাসিক একটি সেতু ধসে পড়েছে। সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, ৯১ বছর বয়সী আভা সেতু ধসে পড়েছে। পুরাতন সাগাইং সেতু নামেও পরিচিত এই সেতুটি মান্দালয় এবং সাগাইং অঞ্চলের মধ্যে ইরাবতী নদীর ওপর বিস্তৃত। ঔপনিবেশিক আমলের এই সেতুটি ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল।

এদিকে ভূমিকম্পের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভবন ধসে তিনজন নিহতের কথা জানা গেছে। আটকা পড়েছেন ৮১ জন নির্মাণ শ্রমিক।

থাই সামরিক বাহিনীর তথ্য মতে, ধসে পড়া ভবনের বেশিরভাগই নির্মাণাধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিভিন্ন ভবন থেকে লোকজন বের হয়ে এসে রাস্তায় জড়ো হচ্ছে।

একটি ভবনের ছাদের সুইমিং পুল থেকে পানি বাইরে নিচের দিকে ছিটকে পড়তে দেখা গেছে।

ব্যাংকক থেকে বিবিসির সাংবাদিকরা জানিয়েছেন, ভূমিকম্পের কারণে ভবনগুলো দুলতে শুরু করে। কয়েকটি ভবনের জানালাও ভেঙে পড়তে দেখা গেছে।

মিয়ানমারে আজ শুক্রবার দুপুরের দিকে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়ে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। এলাকাটি রাজধানী নেপিডো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে।

আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে প্রথম ভূমিকম্প আঘাত হানে, রিখটার স্কেলে যা ছিল সাত দশমিক ৭ মাত্রার। এরপর আরও বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়। প্রথম কম্পনের ১২ পর মিনিট পর দ্বিতীয় কম্পন অনুভূত হয় যার মাত্রা ছিল ছয় দশমিক ৬।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS