News Headline :
হাজতবাসের পর নাম বদলে ফেলছেন আল্লু!

হাজতবাসের পর নাম বদলে ফেলছেন আল্লু!

বলিউড কিংবা ভারতের দক্ষিণী সিনেমার অনেক তারকাই জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন। সেই তালিকায় বহু বড় তারকার নামও রয়েছে।তাদের মধ্যে অনেকে আবার ‘নিউমেরোলজি’ মেনে নামও বদলে ফেলেছেন।

বিতর্ক এড়াতে এবার নাকি ‘সংখ্যাত্বত্ত্ব’ অনুযায়ী নিজের নাম পরিবর্তন করতে চলেছেন সুপারস্টার আল্লু অর্জুন। বিনোদুনিয়ায় তেমনটাই শোনা যাচ্ছে।

চব্বিশ সালের ডিসেম্বর মাস নিঃসন্দেহে আল্লু অর্জুনের কাছে অভিশপ্ত! ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে তাকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলা অনুরাগীর। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছিল দক্ষিণী তারকার ভক্তকে।
৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটা সেই মর্মান্তিক ঘটনার মাশুলও গুণতে হয়েছে তাকে। মারাত্মক আইনি বিপাকে পড়তে হয় আল্লুকে।

একরাত জেলেও কাটাতে হয়েছে। শুধু তাই নয়, আল্লু অর্জুনকে নিয়ে দক্ষিণের রাজনৈতিক শিবিরগুলোতেও ঝড়় উঠেছিল সেসময়। তারকার জুবিলি হিলসের বাড়ির সামনে ‘উই ওয়ান্ট জাস্টিস…’ স্লোগান দিয়ে ভাঙচুর চালায় একদল উন্মত্ত জনতা।

সেই বিতর্ক অবশ্য ‘পুষ্পা’র ক্ষেত্রে শাপে বর হয়েছে। ফুলেফেঁপে উঠেছে ‘পুষ্পা ২’র ক্যাশবাক্স। সেসব ভুলে দক্ষিণী তারকা বর্তমানে ৩ হাজার কোটির সাফল্যের। পরবর্তী সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবার শোনা গেল, আল্লু নাকি তার নাম বদলে ফেলতে চলেছেন।

বলিউড মাধ্যম সূত্রে খবর, দক্ষিণী তারকা এবার তার নামে অতিরিক্ত অক্ষর যোগ করতে চলেছেন ক্যারিয়ারের উন্নতি সাধনের জন্য। যদিও আল্লু অর্জুনের পক্ষো এই বিষয়ে এখনও কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জানা গেল, খুব শিগগিরিই ‘নিউমেরোলজি’ মেনে নতুন নাম প্রকাশ্যে নিয়ে আসতে চলেছেন অভিনেতা।

কারণ সামনেই তাঁর ঝুলিতে রয়েছে বিগবাজেট সিনেমার কাজ। অ্যাটলির সঙ্গে জুটি বেঁধে পূর্বজন্মের প্রেক্ষাপটে এক সিনেমা নিয়ে আসতে চলেছেন আল্লু। এপ্রিলের ৮ তারিখ তারকার জন্মদিনেই সেই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা। যে সিনেমাতে কিনা এর আগে সালমান খানের অভিনয় করার কথা ছিল। সেই সিনেমার জন্য ডাকসাইটে পারিশ্রমিকও নিচ্ছেন তিনি। সম্ভবত ক্যারিয়ারের মোড় ঘোরাতেই এবার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছেন আল্লু অর্জুন!

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS